বৃহস্পতিবার তিনি যতক্ষণ মাঠে ছিলেন, গ্যালারিতে হৈচৈ

তিনি মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ঢুকে যেতেই গ্যালারির ভিড় অনেকটাই ফাঁকা হয়ে গেল

আন্দ্রে রাসেল, যিনি নিজেকে নিজেই কিংবদন্তি বলে দিলেন

সঙ্গে জানিয়ে দিলেন, প্র্যাক্টিসের ফর্ম ম্যাচে দেখাতে বদ্ধপরিকর তিনি

বুধবার থেকে ইডেন গার্ডেন্সের মাঠে নেমে পড়েছেন রাসেল

নেটে বিধ্বংসী ব্যাটিং করেছিলেন, বৃহস্পতিবারও সেই একই ছবি

নেটে একের পর এক চার-ছক্কা মেরে গেলেন

প্র্যাক্টিসে ব্যাট-বলের টাইমিং দেখে খুশি রাসেল

ম্যাচেও এই ছন্দ বজায় রাখতে চান রাসেল

রাসেলের বিশেষ পরিচর্যা করতে দেখা গেল কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে