২০১১ সালে ভারতের ওয়ান ডে বিশ্বকাপ জয়ের বছরে তাঁকে আইপিএল অধিনায়ক করেছিল কলকাতা নাইট রাইডার্স ২০১২ সালে তাঁর নেতৃত্বেই প্রথমবার আইপিএল জয়ের স্বাদ পায় কেকেআর ২ বছর পর আবার নাইটরা আইপিএল চ্যাম্পিয়ন হল গৌতির নেতৃত্বেই, ২০১৪ সালে তারপর থেকে দেখতে দেখতে প্রায় ৯ বসন্ত পার, নাইট শিবিরে আর আইপিএল ট্রফি ঢোকেনি গম্ভীরও এখন নতুন ভূমিকায়, লখনউ সুপার জায়ান্টসের মেন্টর তিনি গম্ভীর এখন কেকেআরের নির্ভরতা নন, বরং সবচেয়ে বড় কাঁটা ইডেনের উইকেট চেনেন হাতের তালুর মতো তাঁর মগজাস্ত্র নাইটদের গেমপ্ল্যান ওলটপালট করে দিতে পারে কেকেআর শিবির অবশ্য গম্ভীরকে গুরুত্ব দিতে নারাজ কেকেআর কোচ চন্দ্রকান্ত পন্ডিত বলছেন, গম্ভীরের উপস্থিতি ম্যাচে প্রভাব ফেলবে না