খেতাব জয়ের পুরস্কারস্বরূপ ২০ কোটি টাকা পেতে চলেছে সিএসকে ১২.৫ কোটি পাবে রানার্স আপ গুজরাত টাইটান্স ৮৯০ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহক হিসাবে অরেঞ্জ ক্যাপ জিতলেন শুভমন গিল তিনি টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন, জিতেছেন সেরা গেমচেঞ্জার ও চার মারার পুরস্কারও ২৮ উইকেট নিয়ে পার্পল ক্যাপের মালিক মহম্মদ শামি ৬২৫ রান করেছেন যশস্বী জিতেছেন সেরা উঠতি খেলোয়াড়ের পুরস্কার ১৮৩.৪৯ স্ট্রাইক রেটে টুর্নামেন্টে রান করা গ্লেন ম্যাক্সওয়েল সুপার স্ট্রাইকার হয়েছেন ফাফ ডুপ্লেসির টুর্নামেন্টের সবচেয়ে বড় ১১৫ মিটারের ছয় মেরেছেন রশিদ খান নিয়েছেন টুর্নামেন্টের সেরা ক্যাচ যুগ্মভাবে ইডেন এবং ওয়াংখেড়ে টুর্নামেন্টের সেরা ময়দান নির্বাচিত হয়েছে ফেয়ার প্লে পুরস্কারের মালিক দিল্লি ক্যাপিটালস