তুলনামূলক অপরিচিত হিসাবেই বিশ্বকাপ খেলতে নেমে ২০টি উইকেট নেন জেরাল্ড কোয়েৎজ়ে



ফাস্ট বোলাররা বরাবরই চড়া দামে বিক্রি হন, তাই কোয়েৎজ়ের বড় দর উঠলে অবাক হওয়ার কিছুই থাকবে না



নিজের প্রথম বিশ্বকাপে ১০ ইনিংসে রেকর্ড ৫৭৮ রান করেছিলেন রাচিন রবীন্দ্র



টপ অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং করতেও দক্ষ রাচিনের চড়া দাম উঠতে পারে



অভিজ্ঞতা, দক্ষতা, বড় খেতাব জয়, সবই রয়েছেন মিচেল স্টার্কের ঝুলিতে



বর্তমান বিশ্বের সর্বসেরা বোলারদের অন্যতম স্টার্ক তাই যে কোনও দলেরই সম্পদ হতে পারেন



বিশ্বকাপে ব্যাট হাতে অন্যতম সর্বোচ্চ রানের মালিক ছিলেন ড্যারিল মিচেল



যে কোনও জায়গায় ব্যাট করার দক্ষতা মিচেলকে ফ্র্যাঞ্চাইজিদের কাছে বেশ আকর্ষণীয় করে তুলতে পারে



ট্র্যাভিস হেড এর আগে আইপিএল খেলে তেমন সাফল্য পাননি



তবে এখানকার হেড অনেক বেশি পরিপক্ক, বিশ্বকাপ ফাইনালেরর ম্যাচ সেরার জন্য অনেকেই ঝাঁপাবে