আইপিএলে ২১৭ ম্যাচে ৬৪৬৯ রান রয়েছে বিরাট কোহলির, ব্যাটারদের তালিকায় শীর্ষে, ধারেকাছে কেউ নেই

তালিকায় দু'নম্বরে শিখর ধবন, তবে কোহলির চেয়ে অনেক পিছিয়ে, করেছেন ৬০৯১ রান

আইপিএলে ২২১ ম্য়াচে ৫৭৬৪ রান রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের হিটম্যান রোহিত শর্মার

তালিকায় চার নম্বরে ডেভিড ওয়ার্নার, ১৫৬ ম্যাচে ৫৭১০ রান রয়েছে আইপিএলে

তাঁকে বলা হতো মিস্টার আইপিএল, সুরেশ রায়নার ২০৫ ম্যাচে ৫৫২৮ রান রয়েছে

সর্বোচ্চ স্কোরারদের তালিকায় ছয়ে এ বি ডিভিলিয়ার্স, আইপিএলে ৫১৬২ রান রয়েছে তাঁর

ইউনিভার্স বস ক্রিস গেল আইপিএলে ৪৯৬৫ রান করেছেন

গেলের চেয়ে মাত্র ১৫ রান কম করেছেন রবিন উথাপ্পা, ৪৯৫০ রান করে তালিকায় আটে তিনি

আইপিএলে ২২৮ ম্যাচে ৪৮৭৮ রান রয়েছে মহেন্দ্র সিংহ ধোনির, তালিকায় ন'নম্বরে

আইপিএলে সর্বোচ্চ স্কোরারদের তালিকায় দশ নম্বরে দীনেশ কার্তিক, ৪২৬৪ রান রয়েছে তাঁর