অ্যাডাম জাম্পা

আইপিএলে সবচেয়ে ভালো বোলিং গড় অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পার। আইপিএলে ১৪ ম্যাচে ১৭.৬১ গড়ে ২১ উইকেট নিয়েছেন।

লুঙ্গি এনগিডি

দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিডি এক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছেন। তিনি আইপিএলে ১৪ ম্যাচে ১৭.৯২ বোলিং গড়ে ২৫ উইকেট নিয়েছেন।

ডগ বোলিঙ্গার

অস্ট্রেলিয়ার ডগ বোলিঙ্গারও আইপিএলে এক্ষেত্রে বিশেষভাবে সাফল্য পেয়েছেন। তিনি ২৭ আইপিএল ম্যাচে ১৮.৭২ গড়ে ১৯ উইকেট নিয়েছেন।

দিমিত্রি মাসকারেনহাস

তালিকায় চতুর্থ স্থানে ইংল্যান্ডের অলরাউন্ডার দিমিত্রি মাসকারেনহাস। তিনি ১৩ আইপিএল ম্যাচে ১৮.৭৩ গড়ে ১৯ উইকেট নিয়েছেন।

ফরভিজ মহারুফ

আইপিলে সবচেয়ে সেরা বোলিং গড়ের ক্ষেত্রে পঞ্চম স্থানে ফরভিজ মহারুফ। তিনি আইপিএলে ২০ ম্যাচে ১৯.২৫ গড়ে ২৭ উইকেট নিয়েছেন।

চামিন্ডা ভাস

এই তালিকায় ষষ্ঠস্থানে শ্রীলঙ্কার চামিন্ডা ভাস। তিনি আইপিএলে ১৩ ম্যাচ খেলেছেন। ১৯.৭২ গড়ে ১৮ উইকেট নিয়েছেন।

লাসিথ মালিঙ্গা

তালিকায় সপ্তম স্থানে শ্রীলঙ্কারই লাসিথ মালিঙ্গা। তিনি ১২২ ম্যাচে ১৯.৭৯ বোলিং গড়ে ১৭০ উইকেট নিয়েছেন।

মিচেল স্টার্ক

তালিকায় অষ্টম স্থানে অস্ট্রলিয়ার মিচেল স্টার্ক। তিনি ২০.৩৮ গড়ে ৩৪ উইকেট নিয়েছেন।

কাগিসো রাবাডা

দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা ৫০ আইপিএল ম্যাচে ২০.৫১ গড়ে ৭৬ উইকেট নিয়েছেন।

আনরিখ নোখিয়া

দক্ষিণ আফ্রিকার আনরিখ নোখিয়া তালিকায় ১০ নম্বরে। তিনি ২৪ আইপিএল ম্যাচে ২০.৫৫ গড়ে ৩৪ উইকেট নিয়েছেন।