চলতি আইপিএলে পাঁচ ম্যাচের মধ্যে একটিতে জয় পাওয়া সিএসকের সময় এমনিই ভাল চলছে না



উপরন্তু গোদের ওপর বিষফোঁড়া হয়ে উঠেছে চোট



কনুইয়ের চোটে গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়



রুতুরাজের পরিবর্তে বাকি মরশুমের জন্য সিএসকের অধিনায়ক নির্বাচিত হয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি



রুতুরাজের বিকল্প হিসাবে এখনও কারুর নাম ঘোষণা করা হয়নি



রুতুরাজের চোট কিন্তু নিলামে অবিক্রিত পৃথ্বী শয়ের জন্য শাপে বর হয়ে উঠতে পারে



গতবার দিল্লি ক্যাপিটালসের হয়ে ১৯৮ রান করা পৃথ্বীও কিন্তু রুতুর মতোই টপ অর্ডার ব্যাটার



আরেক অনূর্ধ্ব ১৯ ভারতীয় অধিনায়ক তথা দিল্লি ক্যাপিটালস যশ ধুলের কাজেও আসতে পারে সুযোগ



যেখানে সিএসকেের টপ অর্ডার পরপর ব্যর্থ হয়েছে, সেখানে যশ দলে নতুন প্রাণের সঞ্চার করতে পারেন



তবে রুতুরাজের বিকল্প হিসাবে যাকে নিয়ে সবথেকে জোর গুঞ্জন শোনা যাচ্ছে তিনি মুম্বইয়ের আয়ুষ মাত্রে



১৭ বছর বয়সি ক্রিকেটার আয়ুষ বিজয় হাজারেতে ৬৫-র অধিক গড়ে রান করে শোরগোল ফেলে দিয়েছেন, তাঁর কিন্তু ধোনির অধীনে খেলার স্বপ্নপূরণ হতেই পারে