আইপিএলের আগেই চাকরি খুইয়েছিলেন
ইরফান পাঠানকে আইপিএলের ধারাভাষ্যকারের দায়িত্ব থেকে সরানো হয়েছিল
সিনিয়র ক্রিকেটাররা তাঁরে নামে নালিশ করেছিলেন বোর্ডের কাছে
এরপরই পাঠানকে সরিয়ে দেয় বিসিসিআই
পাঠান নিজের ইউটিউব চ্যানেল খুলেছিলেন এরপরই
দেখতে দেখতে তাঁর চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা তিনলাখ ছাড়িয়েছে
ইরফান পাঠান ঘরে বসে নিজের ইউটিউব থেকে কত আয় করেন জানেন?
সূত্র বলছে, পাঠান মাসে সাড়ে তিনলক্ষ টাকার ওপর আয় করছেন
চ্যানেলে প্রতিটি ম্য়াচের প্রিভিউ ও দলের শক্তি-দুর্বলতা সম্পর্কে বলতে শোনা যায় পাঠানকে
উল্লেখ্য, কমেন্ট্রির জন্য ২.৪০ কোটি টাকা বেতন পেতেন পাঠান