সিএসকে সোশ্যাল মিডিয়ায় ইমোজি দিয়ে কাদের রিটেন করবে, সেই নিয়ে পূর্বাভাস দিয়েছে। সেই দেখে অনেকেই রবীন্দ্র জাডেজাকে রিটেন করা হবে বলে মনে করছেন। তবে একাধিক রিপোর্ট অনুযায়ী জাডেজাকে ছেড়ে দিতে পারে সিএসকে। খবর অনুযায়ী জাডেজার রিটেনশন নাকি অনেকটা ঋষভ পন্থের ওপর নির্ভরশীল। পন্থকে দিল্লি নিজেদের অধিনায়ক রাখতে আগ্রহী নয়। পাশাপাশি দাম নিয়েও মনোমালিন্য হয়েছে বলে খবর। সেই কারণেই ঋষভ দিল্লি ছাড়তে আগ্রহী। আর ধোনি পরবর্তী জমানায় দীর্ঘদিনের বিকল্প হিসাবে পন্থকেই টার্গেট করছে হলুদ ব্রিগেড। সিএসকে কর্তৃপক্ষ মনে করছে পন্থকে দল নিতে ২০ কোটি টাকার মতো প্রয়োজন হবে। পন্থের এত দাম উঠলে সেক্ষেত্রে জাডেজাকে রিটেন করা সম্ভবপর নয়। কিন্তু পন্থকে যদি না পাওয়া যায় সেক্ষেত্রে জাডেজাকে আরটিএম দিয়েও দলে নেওয়া যায়। তাই সবটা ভেবেশুনেই নিজেদের পরিকল্পনা সাজাচ্ছে সিএসকে।