গৌতম গম্ভীর অধিনায়ক হিসাবে দুই দুইবার আইপিএল জিতেছেন



তবে প্রাক্তন কেকেআর অধিনায়ক কোনওদিন অরেঞ্জ ক্যাপ জিততে পারেননি



গম্ভীরের দীর্ঘদিনের ওপেনিং পার্টনার বীরেন্দ্র সহবাগেরও এই কৃতিত্ব নেই



সহবাগ ২৭২৮ আইপিএল রান করলেও, কোনওদিন অরেঞ্জ ক্যাপ জিততে পারেননি



অরেঞ্জ ক্যাপ জয়ের কৃতিত্ব 'মিস্টার আইপিএল'রও নেই



সুরেশ রায়না টুর্নামেন্টে ধারাবাহিক পারফর্ম করলেও, কোনওদিন টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক হননি



এবারের আইপিএলেও খেলবেন এমন একমাত্র ক্রিকেটার হিসাবে তালিকায় আছেন মহেন্দ্র সিংহ ধোনি



আইপিএলের সফলতম অধিনায়ক পাঁচ হাজারের অধিনায়ক রান করলেও জেতেননি অরেঞ্জ ক্যাপ



নিলামে একাধিকবার যুবরাজ সিংহের সর্বোচ্চ দর উঠেছে



কিন্তু তাঁর দখলেও অরেঞ্জ ক্যাপ জয়ের কৃতিত্ব নেই