আরসিবি বিরুদ্ধে সোমবার চিন্নাস্বামীতে হেডের ১০২ ও ক্লাসেনের ৬৭ রানের সুবাদে ইতিহাস গড়ল সানরাইজার্স আইপিএলের সর্বকালের সর্বোচ্চ ২৮৭ রান বোর্ডে তুলল সানরাইজার্স জবাবে ডু প্লেসি এবং দীনেশ কার্তিক আরসিবির হয়ে প্রবল লড়াই করেন বটে আরসিবি হারলেও, সর্বকালের পঞ্চম সর্বোচ্চ ২৬২ রান তোলে তারা সানরাইজার্স হায়দরাবাদ কিন্তু নিজেদের রেকর্ড ভাঙল সোমবার, তাও এবার এ মরশুমে গড়া রেকর্ডই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সানরাইজার্স মাত্র ১৯ দিন আগেই রেকর্ড ২৭৭ রান তুলেছিল এ মরশুমেই রাসেল, রঘুবংশী ঝড়ে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২৭২ রান তুলেছিল কেকেআর আজকের ম্যাচের পর আইপিএলের সর্বকালীন তালিকায় এটি তৃতীয় সর্বোচ্চ রান হয়ে গেল ১১ বছর আগে ক্রিস গেলের ব্যক্তিগত সর্বোচ্চ ১৭৫ রানের ইনিংস এখনও সকলের মনে তাজা সেই ম্যাচে পুণে ওয়ারিয়ার্সের বিরুদ্ধে ২৬৩ রান তুলেছিল আরসিবি, যা সর্বকালীন তালিকায় চতুর্থ সর্বোচ্চ