সদ্যই আইপিএলের তরফে এক বিবৃতিতে টুর্নামেন্ট এক সপ্তাহের জন্য স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে।



গতকাল পঞ্জাব বনাম দিল্লির ম্যাচ বাতিল করার পর থেকেই উদ্বেগে ছিলেন সকল ক্রিকেটপ্রেমীরা।



আশঙ্কা সত্যি করে আজ টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নেয় বোর্ড। পরিস্থিতি বুঝে নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত।



তবে আইপিএলের এই স্থগিতাদেশ এশিয়া কাপের জন্য কিন্তু খারাপ খবর বয়ে নিয়ে আসতে পারে।



এই বছরের সেপ্টেম্বরে ভারতে এশিয়া কাপ আয়োজন হওয়ার কথা ছিল, তবে সেই টুর্নামেন্ট আয়োজন হওয়ার সম্ভাবনা কম।



প্তাহখানেকের পরে আবার আইপিএল শুরু করা না গেল, এশিয়া কাপের সময়েই তা আয়োজিত হতে পারে।



ভারতীয় দল ৪ অগস্ট পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় খেলবে।



তারপর বাংলাদেশের বিরুদ্ধে ৩১ অগস্ট পর্যন্ত তিনটি করে ওয়ান ডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ় খেলবে।



তো তারপরেই সম্ভবত সেপ্টেম্বরে আইপিএলের বাকি ম্যাচ খেলা হতে পারে।



ফলে সেই সময় এশিয়া কাপ খেলা কিন্তু সম্ভব হবে না।