নিয়মের বাঁধায় আটকে বৈভবের ভারতীয় দলের হয়ে খেলার স্বপ্ন

Published by: ABP Ananda

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে সকলকে চমকে দিয়েছে বৈভব সূর্যবংশী।

আইপিএল ইতিহাসে ভারতীয় হিসাবে দ্রুততম শতরান করেছে বৈভব।

পাশাপাশি কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবেও টি-টোয়েন্টিতে সেঞ্চুরি হাঁকিয়েছে সে।

ইতিমধ্যেই বৈভব ভারতের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে খেলে সেঞ্চুরিও হাঁকিয়ে ফেলেছে।

ইতিমধ্যেই অনেকে বৈভবকে ভারতের সিনিয়র দলের জার্সিতে দেখার স্বপ্ন বুনছেন।

তবে তাঁদের জন্য হতাশাজনক খবর। বৈভব চাইলেও এখনই টিম ইন্ডিয়ার হয়ে খেলতে পারবে না।

আইসিসির নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেট খেলার সর্বনিম্ন বয়স ১৫।

দিনকয়েক আগেই বৈভব ১৪ বছর পূর্ণ করেছেন।

ফলে নিয়ম অনুযায়ী প্রায় বছরখানেক অন্তত টিম ইন্ডিয়ার জার্সি গায়ে চাপানোর জন্য বৈভবকে অপেক্ষা করতে হবে।