জোরাল ধাক্কা

বাকি তিন ম্যাচের তিনটিই জিততে হবে, এমন পরিস্থিতিতে বুধবার ইডেনে চেন্নাইয়ের কাছে হেরে গেল কেকেআর

প্লে অফ স্বপ্ন কোমায়?

কেকেআরের প্লে অফে ওঠার স্বপ্ন কার্যত ভেন্টিলেশনে

দরকার অলৌকিক

এখান থেকে প্লে অফে উঠতে গেলে অলৌকিক কিছুর অপেক্ষা করতে হবে নাইটদের

কোন অঙ্কে প্লে অফে

কেকেআরের এখন ১২ ম্যাচে ১১ পয়েন্ট, বাকি ২ ম্যাচ জিতলে পয়েন্ট হবে ১৫

২ দল নাগালের বাইরে

গুজরাত ও আরসিবি ইতিমধ্যেই ১৬ পয়েন্ট করে পেয়ে গিয়েছে, কেকেআরের ধরাছোঁয়ার বাইরে তারা

লড়াইয়ে পাঁচ দল

কেকেআরেরক সঙ্গেই প্লে অফের স্বপ্ন দেখছে আরও চার দল

মুম্বইকে হারতে হবে

মুম্বই ইন্ডিয়ান্সকে বাকি ২ ম্যাচেই হারতে হবে, সেক্ষেত্রে মুম্বই ১৪ পয়েন্টে আটকে থাকবে, তবে পঞ্জাব প্লে অফে পৌঁছে যাবে

দিল্লির কী অঙ্ক?

দিল্লিকে মুম্বইয়ের বিরুদ্ধে জিততে হবে, বড় ব্যবধানে হারতে হবে বাকি দুই ম্যাচ, অক্ষর পটেলদের পয়েন্ট হবে ১৫

লখনউয়ের কী অঙ্ক?

লখনউকে বাকি ৩ ম্যাচের অন্তত ১টিতে হারতেই হবে, সেক্ষেত্রে ঋষভ পন্থরা পাবেন ১৪ পয়েন্ট

মহার্ঘ রান রেট

সেক্ষেত্রে ১৫ পয়েন্ট পেয়েও রান রেট ভাল থাকলে প্লে অফে চলে যেতে পারে কেকেআর (ছবি - IANS)