অভিজ্ঞ ধবনের নেতৃত্বাধীন পাঞ্জাব কিংসের গড় বয়স সবথেকে বেশি, ২৯ বছর ফাফ, ডিকে, কোহলিদের মতো ৩০ উর্ধ্ব তারকাদের নিয়ে তৈরি আরসিবির গড় বয়স ২৮.৭৬ গুজরাত টাইটান্সের অধিনায়ক তরুণ হলেও, দলের গড় বয়স ২৭.৭৯ কিন্তু খানিকটা বেশি আরেক নতুন দল লখনউয়ের ক্রিকেটারদের গড় বয়স ২৭.৭২ সফলতম ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সের গড় বয়স লখনউয়ের থেকে একটু কম, ২৭.৬ বছর 'ড্যাডিজ় আর্মি' নামে খ্যাত সিএসকে কিন্তু তালিকায় অনেকটাই পিছিয়ে, দলের গড় বয়স ২৭.৪ বছর সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটারদের গড় বয়স ২৬.৮৮ বছর কেকেআরের গড় বয়স অনেকটাই কম, মাত্র ২৬.৮৬ বছর লিগ তালিকার শীর্ষে থাকা রাজস্থান রয়্যালসের গড় বয়স ২৬.৭১ বছর আইপিএলের গড় বয়সের নিরখে কণিষ্ঠতম দল হিসাবে দিল্লি ক্যাপিটালসের নাম হয়তো কাউকে অবাক করবে না, এই দলের গড় বয়স ২৬.৫২