সানরাইজার্সের বিরুদ্ধে আজ আরসিবির মরণ-বাঁচন ম্যাচ



প্লে-অফের আশা জিইয়ে রাখতে আজকে কোহলিদের জিততেই হবে



ঘটনাক্রমে এটাই আরসিবির ২৫০তম আইপিএল ম্যাচ হতে চলেছে



আরসিবি ১১৭টি ম্যাচ জিতেছে, হেরেছে ১২৮টি, চার ম্যাচ অমীমাংসিত শেষ হয়েছে



৪৬.১৮ শতাংশ জয়ের অধিকারী আরসিবি তিনবার টুর্নামেন্টের ফাইনালে উঠলেও খেতাব আসেনি



তিনবারের ফাইনালিস্টরা ২০১০, ২০১৫, ২০২০, ২০২১, ২০২২, পাঁচ বছর শেষ চারেও উঠেছে



কোহলি আরসিবির হয়ে সর্বাধিক ৭৬৪২ রান করলেও, বাকি কোনও ভারতীয় ব্যাটার হাজার রানের গণ্ডিও পার করেননি



যুজবেন্দ্র চাহাল ১৩৯ নিয়ে ফ্র্যাঞ্চাইজির সর্বোচ্চ উইকেটসংগ্রাহক



আরসিবির বিরুদ্ধেই এ মরশুমে সানরাইজার্স টুর্নামেন্ট সর্বোচ্চ ২৮৭ রান তুলেছিল



আবার টুর্নামেন্টের সর্বনিম্ন ৪৯ রানে আউট হওয়ার রেকর্ডও আরসিবির দখলে



তবে সব কিছুর মধ্যেও আরসিবির সমর্থকরা তাঁদের দলকে সমর্থন করে যাওয়ায় বাহবা পান