চলতি আইপিএল নিজেকে নতুনভাবে চেনাচ্ছেন সুনীল নারাইন



বল হাতে তো তিনি ম্যাচ উইনার ছিলেনই, ব্যাটেও আগে ম্যাচ জিতিয়েছেন



তবে এ মরশুমে নিজের ধারাবাহিকতায় নজর কাড়ছেন নারাইন



আট ম্যাচে চলতি মরশুমে ইতিমধ্যেই ৩৫৭ রান করে ফেলেছেন তিনি



পাঞ্জাবের বিরুদ্ধে ৩২ বলে ৭১ রান করেন নারাইন



এই ইনিংসের সুবাদেই কোহলিদের কৃতিত্বে ভাগ বসালেন নারাইন



কোহলি ও ট্র্যাভিস হেডের পর তৃতীয় ব্যাটার হিসাবে পাওয়ার প্লেতে দুইশো রানের গণ্ডি পার করলেন তিনি



চলতি মরশুমে পাওয়ার প্লেতে ১৭৭.৩৯ স্ট্রাইক রেটে ২০৪ রান করেছেনে নারাইন



তিনি ওপেনিংয়ে ফিল সল্টের সঙ্গে ১৩৮ রান যোগ করেন



তবে বেয়ারস্টোর শতরানে ভর করে পাঞ্জাব ২৬২ রান তাড়া করে ম্যাচ জিতে নেয়