হায়দরাবাদের কাছে হারার পর কে এল রাহুলকে ভর্ৎসনা করতে দেখা যায় লখনউ দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে



তবে দলের খেলোয়াড় বা সাপোর্ট স্টাফদের সঙ্গে খারাপ আচরণের জন্য আগেও বিতর্কে জড়িয়েছেন শিল্পপতি গোয়েঙ্কা



তিনি ক্রীড়াপ্রেমী মানুষ বলেই পরিচিত



আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের মালিক, আইএসএলে খেলে তাঁর দল মোহনবাগান সুপার জায়ান্ট



রাইজ়িং পুণে সুপারজায়ান্টসের মালিক থাকাকালীন তিনি ধোনিকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছিলেন



ধোনির মতো কিংবদন্তি অধিনায়কের মুকুট কেড়ে নেওয়ার পর প্রবল সমালোচিত হয়েছিলেন



গৌতম গম্ভীরের সঙ্গেও তাঁর মনোমালিন্য ছিল বলে শোনা যায়



দলে মালিকের হস্তক্ষেপ মেনে নিতে না পারার জন্যই নাকি গম্ভীর লখনউ ছেড়ে কেকেআরের মেন্টর হন



বুধবার রাহুলের সঙ্গে ভিডিও প্রকাশ্যে আসার পরই সোশ্যাল মিডিয়ায় ছিছিক্কার



অনেকের মতে, এরপরেও কি লখনউ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেবেন না রাহুল?