পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ জিতেছে চেন্নাই সুপার কিংস তবে ধর্মশালায় ৯ নম্বরে ব্য়াট করতে নেমে সমালোচিত ধোনি কেন এত নীচে ব্যাট করতে নামছেন ধোনি, হতবাক প্রাক্তন ক্রিকেটারদের অনেকে ধোনির ওপর বিরক্তি প্রকাশ করেছেন হরভজন সিংহ ভাজ্জি বলেছেন, ৯ নম্বরে ব্যাট করলে না খেলা উচিত ধোনির হরভজনের মতে, ধোনির ইচ্ছাতেই নিশ্চয়ই এত নীচে ব্যাট করতে নামানো হচ্ছে তাঁকে যদিও সোশ্যাল মিডিয়ায় পাল্টা ধিক্কারের শিকার হরভজন ধোনি অনুরাগীদের মতে, নিজের চরকায় তেল দেওয়া উচিত হরভজনের আইপিএলে ১১ ম্যাচে ১১০ রান করেছেন ধোনি ২২৪.৪৮ স্ট্রাইক রেট রেখে রান করছেন তিনি