আইপিএলে বেনজির কাণ্ড ঘটিয়েছেন দিল্লি ক্যাপিটালসের মালিক



রাজস্থান রয়্যালসের সঞ্জু স্যামসন আউট হওয়ার পর আম্পায়ারদের সঙ্গে তর্ক জুড়েছিলেন



বাউন্ডারি লাইনে তাঁর ক্যাচ ঠিকমতো ধরা হয়েছিল কি না, তা নিয়েই বিতর্ক



তখনউ দিল্লি দলের মালিক পার্থ জিন্দল স্যামসনকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বলেন



তাঁর অঙ্গভঙ্গি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, কে এই পার্থ জিন্দল



শিল্পপতি সজ্জন জিন্দলের ছেলে পার্থ, জেএসডব্লিউ গ্রুপের কর্ণধার



আইপিএলে দিল্লি ক্যাপিটালস দল ছাড়াও আইএসএলে বেঙ্গালুরু এফসি-র মালিক



মুম্বইয়ের ক্যাথিড্রাল ও জন ক্যানন স্কুলে পড়াশোনা, পরে লন্ডনে ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা



৬০০ কোটি টাকার মালিক পার্থ জিন্দল



অলিম্পিয়ানদের প্রশিক্ষণের ব্যবস্থাও করে থাকেন তিনি (ছবি - পিটিআই, এক্স)