পয়েন্ট টেবিলে চলছে হাড্ডাহাড্ডি টক্কর

৮ পয়েন্ট নিয়ে দুইয়ে কলকাতা নাইট রাইডার্স, ১০ পয়েন্ট-সহ শীর্ষে রাজস্থান রয়্যালস


মঙ্গলবার ইডেনে কেকেআরের সামনে রাজস্থান



ম্যাচ জিতলেই পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে যাবে কেকেআর



ম্যাচের আগের দিন অবশ্য বিশ্রামে কাটালেন নাইট তারকারা



কলকাতায় এখন প্রবল দাবদাহ



টিমহোটেলের স্যুইমিং পুলে দীর্ঘ সময় কাটালেন রাসেল-নারাইন-রিঙ্কু সিংহরা



দুই দলে ভাগ হয়ে ওয়াটার ভলিবল খেললেন ক্রিকেটারেরা



টিমহোটেলেই রয়েছেন মালিক শাহরুখ খান, ম্যাচেও তাঁর থাকার কথা



মেন্টর গম্ভীর ক্রিকেটারদের খুনসুটি উপভোগ করলেন (ছবি - কেকেআর নাইট ক্লাব)