আইপিএল ফাইনালে পৌঁছে গেল শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্স কোয়ালিফায়ার ওয়ানে ৮ উইকেটে হারাল সানরাইজার্স হায়দরাবাদকে ৩৮ বল বাকি থাকতে হেলায় ম্যাচ জিতল কেকেআর চতুর্থবারের জন্য আইপিএল ফাইনালে উঠল কেকেআর আগে তিনবার ফাইনাল খেলে দুবার চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর কোয়ালিফায়ার ওয়ান জেতাকে পয়া মনে করা হয় ২০১৮ সাল থেকে প্রত্যেক আইপিএলে কোয়ালিফায়ার ওয়ানে জেতা দলই শেষে চ্যাম্পিয়ন হয়েছে গত ৬ বারের সেই রেকর্ড কি অটুট থাকবে এবারও? রবিবার চেন্নাইয়ে কেকেআরের প্রতিপক্ষ কারা? দৌড়ে হায়দরাবাদ, আরসিবি ও রাজস্থান রয়্যালস