আইপিএলে অনন্য কীর্তি উইল জ্যাকসের



৪১ বলে অপরাজিত সেঞ্চুরি করে জেতালেন আরসিবিকে



৫০ থেকে ১০০ রানে পৌঁছলেন মাত্র ১০ বলে



ভেঙে গেল ক্রিস গেলের ১১ বছরের পুরনো নজির



২০১৩ সালে পুণে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ম্যাচে ৫০ থেকে ১০০ রানে পৌঁছতে ১৩ বল নিয়েছিলেন গেল



সেই রেকর্ড এদিন ছিনিয়ে নিলেন জ্যাকস



তাঁর ৪১ বলে সেঞ্চুরি আইপিএলে পঞ্চম দ্রুততম



গুজরাত টাইটান্সকে ৯ উইকেটে হারাল আরসিবি



২৪ বল বাকি থাকতে এল আরসিবির জয়



দুশোর বেশি রান তাড়া করে এটাই সবচেয়ে বেশি বল বাকি থাকতে জয় আইপিএলে