আরসিবির বর্তমান বাজারদর কত? দলের কর্ণধারই বা কারা?

Published by: ABP Ananda

১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আইপিএলের ট্রফি হাতে তুলেছে আরসিবি।

তবে খেতাবের খরা কাটানোর পর এক সপ্তাহও হয়নি, এরই মাঝেই এই ফ্র্যাঞ্চাইজি বিক্রির জল্পনা শোনা যাচ্ছে।

আরসিবিকে ১৮ মরশুম আগে বিজয় মাল্যর ইউনাইটেড স্পিরিটস লিমিটেড কিনেছিল।

পরবর্তীতে ব্রিটিশ কোম্পানি ডিয়াজিওকে ইউনাইটেড স্পিরিটস লিমিটেড বিক্রি করে দেওয়া হয়।

সেই সঙ্গে বদলে যায় আরসিবির মালিকানাও।

ডিয়াজিও তাদের ভারতীয় শাথা ইউনাইটেড স্পিরিটস লিমিটেডর মাধ্যমেই আরসিবির ৫৫ শতাংশ স্বত্বের মালিক।

তবে শোনা যাচ্ছে ব্রিটেনের এই কোম্পানি আরসিবির আংশিক বা সম্পূর্ণ স্বত্বই বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে।

আরসিবির বর্তমান বাজারদর প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি বলে শোনা যাচ্ছে।

এই জল্পনা এমন একটি সময়ে শোনা যাচ্ছে যখন ভারত সরকার তামাকজাত দ্রব্য ও অ্যালকোহলের প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রচেষ্টায় রয়েছে।