১৭ বছর পর বিরাট কোহলির স্বপ্নপূরণ হয়েছে।



নিজের চতুর্থ আইপিএল ফাইনালে খেতাব জিতেছেন তিনি।



আইপিএলে উইকেট নেওয়ার নিরিখে তিনিই এক নম্বর।



তবে যুজবেন্দ্র চাহাল এক, দুই নয় এই নিয়ে তিনবার ফাইনালে হারলেন, তাও আবার তিন ভিন্ন দলের হয়ে।



আর অশ্বিন সিএসকের হয়ে দুই ফাইনালে জিতেছেন।



তবে হ্যাঁ, একবার খেতাব জয়ের সৌভাগ্যও হয়েছে তাঁর।



শিখর ধবনও তিন তিনবার আইপিএল ফাইনালে পরাজিত হয়েছেন।



তবে তাঁকে মোট চারবার আইপিএল ফাইনালে হাকেক সম্মুখীন হয়েছেন।



রাহুল ত্রিপাঠিও চাহালের মতো তিনবার আইপিএল ফাইনাল খেলেছেন।



প্রতিবারই ফাইনাল শেষে তাঁর দল পরাজিতই হয়েছে।