দিনকয়েক আগেই পঞ্জাব কিংসকে এক দশকেরও বেশি সময় পর আইপিএল ফাইনালে তুলেছিলেন শ্রেয়স আইয়ার।



খেতাব জিততে না পারলেও বিশেষজ্ঞরা পঞ্জাব কিংস অধিনায়কের প্রশংসা করেন।



শ্রেয়সেরই প্রেমে হাবুডুবু খাচ্ছেন এক অভিনেত্রী। তিনি কে জানেন?



তাঁর নাম এডিন রোজ়। তাঁকে বিগ বসের ১৮তম মরশুমে দেখা গিয়েছিল।



এডিন ক্রিকেট পছন্দ করেন। সম্প্রতি শ্রেয়সের একটি ইনিংস দেখে তো তিনি মুগ্ধ।



কোনওরকম রাখঢাক না করেই সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রেয়সকে ভাল লাগার কথা জানান এডিন।



ভাল লাগা বলা ভুল, এডিনের তিনি পাগলের মতো শ্রেয়স আইয়ারকে ভালবাসেন।



শুধু তাই নয়, মনে মনে তিনি নাকি শ্রেয়সকে নিজের স্বামী হিসাবেও ভেবে ফেলেছেন।



এডিনের কল্পনা এখানেই সীমাবদ্ধ থাকেনি। শ্রেয়সের দুই সন্তানের মা হিসাবেও নিজেকে ভেবে ফেলেছেন তিনি।



তবে এই বিষয়ে শ্রেয়সের তরফে কিন্তু কোনওকিছুই জানানো হয়নি।