৫ লিটার দুধ পান থেকে ওয়াশিংমেশিনে লস্যি তৈরি, নিজের সম্পর্কে না না গুজব নিয়ে অকপট ধোনি

Published by: ABP Ananda

এই শতকের শুরুতেই নিজের ভিন্ন ব্যাটিং স্টাইল, লম্বা চুল এবং দুরন্ত ফিটনেসের জন্য সকলের নজর কেড়ে নেন মহেন্দ্র সিংহ ধোনি।

সেই সময়ে কেউ ধোনির লম্বা চুল তো কেউ শক্তিশালী মাসেল দেখে মুগ্ধ হন। পড়শি দেশের প্রধানের থেকেও ধোনি তাঁর চুলের জন্য প্রশংসিত হন।

ধোনি প্রতিনিয়ত পাঁচ লিটার দুধ পান করেন এবং সেটাই তাঁকে লম্বা লম্বা ছক্কা হাঁকানোর শক্তি দেয়, মাসেল তৈরি করে।

এই তত্ত্ব তখন কান পাতলেই শোনা যেত। তবে এটা যে সম্পূর্ণ ভুয়ো তা নিজেই জানালেন মাহি।

চেন্নাইয়ে এক ইভেন্টে ধোনিকে নিজের বিষয়ে শোনা সবথেকে হাস্যকর গুজব সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি এই পাঁচ লিটার দুধ পানের বিষয়টি বলেন।

মাহি জানান, 'আমি গোটা দিন মিলিয়ে হয়তো এক লিটার দুধ খেতাম। তবে আরও চার লিটারটা যে কারুর জন্যই একটু বেশিই বাড়াবাড়ি হয়ে যাবে।'

এর পাশাপাশি ধোনি তাঁর লস্যি খাওয়ার গুজবেও জল ঢেলে দিয়ে দাবি করেন যে তিনি লস্যি খানই না।

৪৩ বছরেও কিন্তু মাহি এখনও আইপিএল মাতাচ্ছেন, বড় বড় ছয় হাঁকাচ্ছেন।

তিনি পাঁচ লিটার দুধ পান না করলেও, তাঁর ফিটনেস যে ঈর্ষণীয়, তা কিন্তু বলাই বাহুল্য।