৫ লিটার দুধ পান থেকে ওয়াশিংমেশিনে লস্যি তৈরি, নিজের সম্পর্কে না না গুজব নিয়ে অকপট ধোনি
abp live

৫ লিটার দুধ পান থেকে ওয়াশিংমেশিনে লস্যি তৈরি, নিজের সম্পর্কে না না গুজব নিয়ে অকপট ধোনি

Published by: ABP Ananda
এই শতকের শুরুতেই নিজের ভিন্ন ব্যাটিং স্টাইল, লম্বা চুল এবং দুরন্ত ফিটনেসের জন্য সকলের নজর কেড়ে নেন মহেন্দ্র সিংহ ধোনি।
abp live

এই শতকের শুরুতেই নিজের ভিন্ন ব্যাটিং স্টাইল, লম্বা চুল এবং দুরন্ত ফিটনেসের জন্য সকলের নজর কেড়ে নেন মহেন্দ্র সিংহ ধোনি।

সেই সময়ে কেউ ধোনির লম্বা চুল তো কেউ শক্তিশালী মাসেল দেখে মুগ্ধ হন। পড়শি দেশের প্রধানের থেকেও ধোনি তাঁর চুলের জন্য প্রশংসিত হন।
abp live

সেই সময়ে কেউ ধোনির লম্বা চুল তো কেউ শক্তিশালী মাসেল দেখে মুগ্ধ হন। পড়শি দেশের প্রধানের থেকেও ধোনি তাঁর চুলের জন্য প্রশংসিত হন।

ধোনি প্রতিনিয়ত পাঁচ লিটার দুধ পান করেন এবং সেটাই তাঁকে লম্বা লম্বা ছক্কা হাঁকানোর শক্তি দেয়, মাসেল তৈরি করে।
abp live

ধোনি প্রতিনিয়ত পাঁচ লিটার দুধ পান করেন এবং সেটাই তাঁকে লম্বা লম্বা ছক্কা হাঁকানোর শক্তি দেয়, মাসেল তৈরি করে।

abp live

এই তত্ত্ব তখন কান পাতলেই শোনা যেত। তবে এটা যে সম্পূর্ণ ভুয়ো তা নিজেই জানালেন মাহি।

abp live

চেন্নাইয়ে এক ইভেন্টে ধোনিকে নিজের বিষয়ে শোনা সবথেকে হাস্যকর গুজব সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি এই পাঁচ লিটার দুধ পানের বিষয়টি বলেন।

abp live

মাহি জানান, 'আমি গোটা দিন মিলিয়ে হয়তো এক লিটার দুধ খেতাম। তবে আরও চার লিটারটা যে কারুর জন্যই একটু বেশিই বাড়াবাড়ি হয়ে যাবে।'

abp live

এর পাশাপাশি ধোনি তাঁর লস্যি খাওয়ার গুজবেও জল ঢেলে দিয়ে দাবি করেন যে তিনি লস্যি খানই না।

abp live

৪৩ বছরেও কিন্তু মাহি এখনও আইপিএল মাতাচ্ছেন, বড় বড় ছয় হাঁকাচ্ছেন।

abp live

তিনি পাঁচ লিটার দুধ পান না করলেও, তাঁর ফিটনেস যে ঈর্ষণীয়, তা কিন্তু বলাই বাহুল্য।