আইপিএলের মহারণ মানেই ক্রিকেট আর বিনোদনের মেলবন্ধন। এর গুরুত্বপূর্ণ অংশ হলেন চিয়ারলিডাররা।



তবে এই চিয়ারলিডাররা কত টাকা আয় করেন? সেই আয়ের পরিমাণ কি আম্পায়ারদের থেকেও বেশি?



আর তাঁর দল যদি ফাইনালে পৌঁছয়, তাহলে যেহেতু ম্যাচ সংখ্যাও বেড়ে ১৬ বা ১৭ হয়, তাই চিয়ারলিডাদের আয়ও বেড়ে গিয়ে ৪ লক্ষের আশেপাশে হতে পারে।



বিভিন্ন রিপোর্ট অনুযায়ী চিয়ারলিডাররা দুই থেকে চার লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারেন।



কোনও চিয়ারলিডার যদি দলের ১৪টি হোম ম্যাচেই পারফর্ম করেন, তাহলে তিনি ৩.৫ লক্ষ টাকা পর্যন্ত এক মরশুমে আয় করতে পারেন বলে খবর।



কেকেআরের চিয়ার লিডাররাই ম্যাচ পিছু সর্বাধিক ২৫ হাজার টাকা করে পান বলে খবর।



সেখানে আম্পায়াররা আইপিএলের একটি গ্রুপ পর্বের ম্যাচ থেকেই ৩.৪ লক্ষ টাকা মতো আয় করেন।



প্লে-অফের দায়িত্বে থাকলে তো আম্পায়ারদের ম্যাচপিছু বেতন আরও বেশি।



প্রতিটি প্লে-অফ ম্যাচের জন্য আইপিএলে আম্পায়াররা ৫ লক্ষ টাকা করে পান।



আইপিএল ফাইনালের দায়িত্বে থাকা আম্পায়ার সাত লক্ষ টাকা পান।