আঙুলের চোটে বাকি মরশুম থেকে ছিটকে গিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল।



এ মরশুমে পঞ্জাব কিংসের হয়ে সাত ইনিংসে মাত্র ৪৮ রান করার পর ৩৬ বছর বয়সি তারকার পরের মরশুমে সুযোগ পাওয়ায় প্রশ্নচিহ্ন রয়েছে।



আইপিএলের সবথেকে পরিচিত মুখদের একজন আর অশ্বিন। এ মরশুমে তাঁর কামব্যাকও হয়েছে।



তবে আন্তর্জাতিক থেকে অবসর নেওয়া অশ্বিন সিএসকের হয়ে মাত্র ৫ উইকেট নেওয়ার পর তাঁর পরের বার সুযোগ পাওয়াটা কঠিন।



ফাফ ডু প্লেসির ক্ষেত্রে সমস্যা ফর্ম নয়, মূলত বয়স ও ফিটনেস।



৪০ বছর বয়সি ফাফ ৫ ম্যাচে এবারে ১৬৫ রান করেছেন বটে, তবে ফিটনেস সমস্যায় অনেক ম্যাচই খেলতে পারেননি তিনি।



আইপিএলের আন্ডাররেটেড হিরোদের মধ্যে অন্যতম হলেন সন্দীপ শর্মা। ১৪৬টি আইপিএল উইকেটের মালিক তিনি।



তবে এ মরশুমে সন্দীপ ১০ ম্যাচে ৪০-র অধিক গড়ে মাত্র নয় উইকেট নিয়েছেন, যা একেবারেই আহামরি নয়।



সর্বশেষ যার কথা না বললেই নয়, তিনি মহেন্দ্র সিংহ ধোনি। এবারে আনক্যাপড ধোনি, পরের বার নাও খেলতে পারেন।



ধোনি বারংবারই বলেছেন তাঁর হয়ে শেষ কথা বলবে তাঁর শরীর, তাই ধোনি হঠাৎ করেই এ মরশুমের পর সরে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।