বিশ্ব ক্রিকেটে সবার মুখে একটাই নাম এখন ঘুরছে বৈভব সূর্যবংশী

মাত্র ১৪ বছর বয়সেই আইপিএলে রেকর্ড গড়ে ফেলেছে সে

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়েছে এই কিশোর

বিশ্বমানের বোলারদের দাপটের সঙ্গে খেলেছে বৈভব

তার ইনিংসে ছিল সাতটি বাউন্ডারি ও ১১টি ছক্কা

পেশির শক্তি বাড়াতে রোজ কার্ডিও করে বৈভব

কব্জি্র ও পায়ের ব্যায়াম নিয়ে বেশি সচেতন থাকে সে

কড়া ডায়েট মেনে চলে বৈভব, বাদাম ও ড্রাই ফ্রুটস প্রচুর পরিমাণে খায় সে

রোজ জিম সেশন ও তার আগে নিয়ম করে দৌড়ানো অবশ্যই রুটিনে রয়েছে বৈভবের

ব্রাউন রাইস খায় বৈভব, এছাড়া চিট মিল থেকে এই বয়সেই কয়েক হাত দূরে সে