দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের দুই তারকা ক্রীড়াবিদ। সানিয়া মির্জা ও শোয়েব মালিক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে চারিদিকে শোরগোল ফেলে দিয়েছিলেন।



২০১০ সালে দুইজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।



দুইজনের এক ছেলেও রয়েছে। তার নাম ঈজ়হান মির্জা মালিক। ২০১৮ সালে তার জন্ম হয়।



২০২৪ সালে সানিয়া ও শোয়েবের বিয়ে ভেঙে যায়।



বাবা পাকিস্তানি, মা ভারতীয়,তাহলে ছেলে ঈজ়হান কোন দেশের নাগরিক? অনেকের মনেই এ কথা উঠে আসছে।



বিশেষত যেহেতু পহেলগাঁও হামলার পর পাকিস্তানি নাগরিকদের দেশ ছাড়ার বার্তা দেওয়া হয়েছে।



মায়ের সানিয়ার সঙ্গে থাকা ঈজ়হান পাকিস্তানি হলে তাহলে তাকেও কি দেশ ছাড়তে হবে?



শোয়েব মালিক দাবি করেছিলেন তাঁদের ছেলের আমিরশাহির বাসিন্দা হতে পারেন।



তবে তেমনটা নয়, কারণ শোয়েব বা সানিয়া কেউই আমিরশাহির নাগরিক নন।



ঈজ়হানের জন্ম ভারতের হায়দরাবাদেই। তাই সেই সূত্র সে ভারতীয়।