বিরাট মূল্য

কলকাতা নাইট রাইডার্স ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে নিলাম থেকে কিনেছিল বেঙ্কটেশ আইয়ারকে

সবচেয়ে দামি

বেঙ্কটেশ আইয়ারই এবার কেকেআরের সবচেয়ে দামি ক্রিকেটার

প্রত্যাশাপূরণে ব্যর্থ

ব্যাট হাতে অবশ্য আইপিএলে দুঃসহ মরশুম কেটেছে বেঙ্কটেশের

দুঃস্বপ্নের আইপিএল

১১ ম্যাচে ৭ ইনিংসে মাত্র ১৪২ রান করেছেন বেঙ্কটেশ আইয়ার

হতশ্রী পারফরম্যান্স

মাত্র ২০.২৮ ব্যাটিং গড় রেখে রান করেছেন কেকেআরের সবচেয়ে দামি ক্রিকেটার

গড়পড়তা স্ট্রাইক রেট

১৩৯.২১ স্ট্রাইক রেটে রান করেছেন বেঙ্কি, টি-২০ ক্রিকেটে যা একেবারেই আহামরি নয়

একটিই হাফসেঞ্চুরি

হায়দরাবাদের বিরুদ্ধে ৬০ রান করেন বেঙ্কটেশ, বাকি সব ম্যাচ মিলিয়ে মোটে ৮২ রান!

এক রানের দাম!

অঙ্ক বলছে, বেঙ্কটেশের এক একটা রানের দাম ১৬ লক্ষ ৭৩ হাজার টাকা!

ম্যাচ প্রতি আয়?

প্রত্যেক ম্যাচের জন্য ২ কোটি ১৬ লক্ষ টাকা করে পারিশ্রমিক পেয়েছেন বেঙ্কটেশ

ছাঁটাইয়ের দাবি

বেঙ্কটেশ আইয়ারকে দল থেকে বাদ দেওয়ার দাবি তুলছেন কেকেআরের ক্রিকেটপ্রেমীরা (ছবি - পিটিআই)