প্রথম রাউন্ডে অবিক্রিত থাকার পর দ্বিতীয় রাউন্ডে অজিঙ্ক রাহানেকে একেবারে বেস প্রাইসে দলে নেয় কেকেআর।



সেই রাহানেকেই এই মরশুমে দলের অধিনায়ক নির্বাচিত করেছে গত বারের চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজি।



অভিজ্ঞ রাহানে কিন্তু এতদিনে সব মিলিয়ে ছয়টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলে ফেলেছেন।



কেকেআর তৃতীয় ফ্র্যাঞ্চাইজি যারা রাহানের কাঁধে নেতৃত্বের দায়ভার তুলে দিল।



এর আগে রাইজ়িং পুণে সুপার জায়ান্টস ও রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দিয়েছেন রাহানে।



২০১৭ সাল থেকে ২০১৯ সালের মধ্যে দুই দলকে মোট ২৫টি ম্যাচে নেতৃত্বে দিয়েছেন যার মধ্যে তাঁর দল মাত্র নয়টি ম্যাচ জিতেছে।



অধিনায়ক রাহানের ব্যাটিংয়েও খুব বেশি রান পাননি। ২৫ ম্যাচে মাত্র ১২২ স্ট্রাইক রেট ও ২৫ গড়ে ৫৮৩ রান করেছেন।



তবে রাহানে ২০১৮ সালে রাজস্থানকে নেতৃত্ব দিয়ে প্লে-অফে তুলেছিলেন।



এবারের সৈয়দ মুস্তাক আলিতেও সর্বাধিক ৪৬৯ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহক হন তিনি।



এবার তাঁর থেকে অধিনায়ক এবং ব্যাটার দুইভাবে এহেন পারফরম্যান্সেরই আশায় থাকবেন কেকেআর অনুরাগীরা।