গত বছর তাঁকে তিন কোটি ৬০ লক্ষ টাকার বিশাল মূল্যে কিনেছিল গুজরাত টাইটান্স। তবে বাইক দুর্ঘটনায় আইপিএল অভিষেক সম্ভব হয়নি।
abp live

গত বছর তাঁকে তিন কোটি ৬০ লক্ষ টাকার বিশাল মূল্যে কিনেছিল গুজরাত টাইটান্স। তবে বাইক দুর্ঘটনায় আইপিএল অভিষেক সম্ভব হয়নি।

ঝাড়খণ্ডের মারকাটারি কিপার-ব্যাটারদের তালিকায় নবতম সংযোজন রবিন মিঞ্জের টি-২০ স্ট্রাইক ১৮১। মুম্বই ইন্ডিয়ান্সের এই তরুণ তুর্কির দিকে কিন্তু অনেকেই নজর রাখবেন।
abp live

ঝাড়খণ্ডের মারকাটারি কিপার-ব্যাটারদের তালিকায় নবতম সংযোজন রবিন মিঞ্জের টি-২০ স্ট্রাইক ১৮১। মুম্বই ইন্ডিয়ান্সের এই তরুণ তুর্কির দিকে কিন্তু অনেকেই নজর রাখবেন।

মুম্বই ইন্ডিয়ান্স প্রতিভা অন্বেষণ কিন্তু বেশ প্রসিদ্ধ। তাই এই তালিকায় পল্টনদের আরেক ক্রিকেটারকে দেখে কেউই অবাক হবেন না।
abp live

মুম্বই ইন্ডিয়ান্স প্রতিভা অন্বেষণ কিন্তু বেশ প্রসিদ্ধ। তাই এই তালিকায় পল্টনদের আরেক ক্রিকেটারকে দেখে কেউই অবাক হবেন না।

প্রিটোরিয়াজাত বেভন জেকবস কিন্তু নিউজ়িল্যান্ডে নিজের ক্রিকেটটা খেলেন। এখনও জাতীয় দলে সুযোগ না পেলেও, তাঁকে মুম্বই দলে নিয়েছে। ১৭টি বিশ ওভারের ইনিংসে ১৮৯ স্ট্রাইক রেটে ৪২৩ রান করা বেভন কিন্তু সকলকে চমকে দিতেই পারেন।
abp live

প্রিটোরিয়াজাত বেভন জেকবস কিন্তু নিউজ়িল্যান্ডে নিজের ক্রিকেটটা খেলেন। এখনও জাতীয় দলে সুযোগ না পেলেও, তাঁকে মুম্বই দলে নিয়েছে। ১৭টি বিশ ওভারের ইনিংসে ১৮৯ স্ট্রাইক রেটে ৪২৩ রান করা বেভন কিন্তু সকলকে চমকে দিতেই পারেন।

abp live

তামিলনাড়ুর হয়ে এবারের রঞ্জি ট্রফির মরশুমটা আন্দ্রে সিদ্ধার্থের জন্য স্বপ্নের মতোই কেটেছে। ১২ ইনিংসে ৬৮ গড়ে ৬১২ রান করেছেন তিনি।

abp live

এখনও অবধি সরকারি কোনও টি-২০ ম্যাচ না খেললেও সিএসকের টিনএজ তারকা কিন্তু সারপ্রাইজ প্যাকেজ হয়ে উঠতেই পারেন।

abp live

এই তালিকায় যার নাম না রাখলেই নয়, তিনি বৈভব সূর্যবংশী। আইপিএল নিলামে বিক্রি হওয়া সর্বকালের সবচেয়ে কম বয়সি ক্রিকেটার।

abp live

বাঁ-হাতি ১৩ বছর বয়সি এই ব্যাটারের প্রতিভায় মুগ্ধ সকলেই। ইতিমধ্যেই ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের হয়ে খেলে ফেলেছেন বৈভব। বিশেষ করে বৈভবকে দেখার জন্যই রাজস্থান রয়্যালসের দিকে অনেকে নজর রাখবেন।

abp live

মুম্বইয়ের সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনালে তাঁর অপরাজিত ৩৬ রানের ইনিংস খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিল।

abp live

মুস্তাক আলিতে ২৫০-র অধিক স্ট্রাইক রেটে ১৩১ রান করার পাশাপাশি আটটি উইকেট নেওয়া সূর্যাংশ শেডগেকে পাঞ্জাব কিংস দলে নিয়েছে। এই তরুণ অলরাউন্ডার কিন্তু সকলের নজর কাড়তে পারেন।