চেন্নাই শিবিরে যোগ দেওয়ার দিনে ধোনি এক বিশেষ টি-শার্ট পরে আসেন যা তাঁর অবসরের জল্পনা বাড়ায়।



ধোনির টি-শার্টে মর্স কোডে লেখা ছিল, 'One Last Time'।



তাঁর অবসরের জল্পনা নতুন নয়। তবে ২০২৩ সালের আইপিএলে ধোনি হাঁটুর চোট নিয়েই খেলা চালিয়ে যান।



অস্ত্রোপ্রচারের পর এ মরশুমেও ফের একবার সিএসকের জার্সিতে নেমে পড়েছেন ধোনি।



কিন্তু অবসর নিয়ে জল্পনা থামছে না, তাই এবার নিজেই এ প্রসঙ্গে মুখ খুললেন মাহি।



মাহি জানিয়ে দেন যে না তিনি, না সিএসকে ফ্র্যাঞ্চাইজি একে অপরকে বিদায় জানাতে প্রস্তুত।



ধোনিকে বলতে শোনা যায়, 'আমার যতদিন ইচ্ছা আমি সিএসকের হয়ে খেলতে পারি।'



তাঁর দাবি, 'আমি হুইলচেয়ারে থাকলেও ওরা (সিএসকে) আমায় টেনে আনবে।'



ভবিষ্যতে কী হবে তা সময়ই বলবে, তবে মাহি যে এখনও সর্বোচ্চ পর্যায়ে খেলার জন্য ফিট তা মুম্বই ম্যাচই প্রমাণ করে দেয়।



চোখের নিমেষে ঠিক পুরনো দিনের মতো স্টাম্পিংয়ে সূর্যকুমারকে ফেরান মাহি।



এবার দেখার মাহি এই ম্যাচে ব্যাট হাতে সুযোগ পেলে কেমন পারফর্ম করেন।