আর কিছুক্ষণ পরেই আরসিবির বিরুদ্ধে মরশুমের প্রথম ম্যাচ খেলতে নামবে কেকেআর।



সেই উপলক্ষ্যে কলকাতায় সাজ সাজ রব। পৌঁছে গিয়েছেন 'কিং খান'ও।



গতকাল রাতেই কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন কেকেআরের অন্যতম কর্ণধার শাহরুখ খান।



সেখান থেকে বাইপাসের ধারে কেকেআরের টিম হোটেলে পৌঁছন তিনি।



হোটেলে দলের সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ করে কথাও বলতে দেখা যায় শাহরুখকে।



দলের নতুন অধিনায়ক অজিঙ্ক রাহানেকে স্বাগত জানান শাহরুখ।



এছাড়াও দলের প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে সকলের খেয়াল রাখার কৃতজ্ঞতাও জ্ঞাপন করেন তিনি।



তবে সর্বোপরি সকলকে নিজের শরীর স্বাস্থ্য ভাল রাখার জন্যই বারংবার বলেন শাহরুখ।



তবে ইডেনে আজকের ম্যাচ ঘিরে রয়েছে অনিশ্চয়তা।



বৃষ্টিতে পণ্ড হয়েছে গতকালের অনুশীলন, বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজও। তাই ম্যাচ আদৌ হয় কি না, সেটাই দেখার।