আইপিএলে সে সুপারডুপার হিট।



মাত্র ১৪ বছরে ভারতীয় হিসাবে আইপিএল ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়ে শোরগোল ফেলেছে বৈভব।



রাজস্থান এক কোটির বেশি টাকায় তাঁকে কিনে যে ভুল করেনি, তা প্রমাণ করেছে সে।



টি-২০ ফর্ম্যাটে বিশ্বের কনিষ্ঠতম সেঞ্চুরিয়ন সে।



তবে পড়াশোনায় একদমই লবডঙ্কা বৈভব সূর্যবংশী!



শোনা যাচ্ছে বৈভব নাকি তার সিবিএসসি বোর্ড পরীক্ষায় ফেল করেছেন।



তবে গোট খবরটাই সম্পূর্ণ ভুয়ো।



বিহারের তরুণ তুর্কি এবার সিবিএসসি বোর্ড পরীক্ষাই দেননি।



সে এখনও দশম শ্রেণীতে উঠেইনি।



১৪ বছরের বৈভব আপাতত ক্লাস নাইনে পড়েন।