গত মরশুমে সানরাইজার্স হায়দরাবাদের ফাইনালে পৌঁছনোর অন্যতম বড় কারণ ছিলেন তিনি।



সানরাইজার্সের হয়ে সর্বোচ্চ ১৯টি উইকেট নিয়েছিলেন টি নটরাজন।



এবার সানরাইজার্স ছেড়ে দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছেন তিনি।



১০.৭৫ কোটি টাকা দাম, নটরাজনের দক্ষতাকে সকলে কতটা সম্মান করেন, সেটাই বোঝায়।



তবে আশ্চর্যজনকভাবে আধা ম্যাচ খেলে ফেললেও টি নটরাজনকে এক ম্য়াচও খেলায়নি রাজধানীর ফ্র্যাঞ্চাইজি।



নটরাজন এত দামে বিক্রি হয়েও এখনও কোনও ম্যাচ না খেলায় সকলেই খানিক বিস্মিতই বটে।



আরেক তারকা ফাস্ট বোলার জেরাল্ড কোয়েৎজ়ার অবস্থাও একইরকম। গত মরশুমে তিনিও বেশ নজর কেড়েছিলেন।



মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১০ ম্যাচে ১৩টি উইকেট নিয়েছিলেন তিনি।



আন্তর্জাতিক আঙিনায় পরিচিত নাম কোয়েৎজ়া। প্রোটিয়া তারকাকে ২.৪ কোটিতে কিনেছিল গুজরাত।



গুজরাত টাইটান্সের বিশ্বমানের বোলিং লাইন আপের ফলে এখনও পর্যন্ত এ মরশুমে একটি ম্যাচ খেলতে পারেননি তিনি।