আইপিএলের ১৮তম মরশুমে ১৮ নম্বর জার্সিধারীর স্বপ্নপূরণ হল



অবশেষে আইপিএল ট্রফি ঢুকল আরসিবির ঘরে, তবে বাকি পুরস্কারগুলি কারা পেলেন?



ভারতীয় হিসাবে দ্রুততম সেঞ্চুরি করে শোরগোল ফেলে দিয়েছিল বৈভব সূর্যবংশী



১৪ বছরের তরুণ সর্বাধিক ২০৬.৫৫ স্ট্রাইক রেটে রান করার জন্য সুপার স্ট্রাইকার হলেন



স্বচ্ছভাবে নিজেদের ক্রিকেট খেলার জন্য ফেয়ার প্লে পুরস্কার উঠল ধোনি নেতৃত্বাধীন সিএসকের হাতে



তাঁর ফিটনেস নিয়ে মরশুম শুরুর আগে অনেকের মনেই সংশয় ছিল, তবে তাঁদের ভুল প্রমাণ করেছেন প্রসিদ্ধ কৃষ্ণ



প্রসিদ্ধ যে শুধু খেললেন তাই নয়, ১৫ ম্যাচে টুর্নামেন্ট সর্বোচ্চ ২৫ উইকেট নিয়ে পার্পল ক্যাপও জিতলেন তিনি



এবারের আইপিএলে ধারাবাহিকতার যেন অপর নাম হয়ে উঠেছিলেন সাই সুদর্শন



১৫ ম্যাচে ৫৪-র অধিক গড় ও ১৫০-র অধিক স্ট্রাইক রেটে তিনি ৭৫৯ রান করেন



সর্বোচ্চ রানসংগ্রাহক হিসাবে শেষ করায় অরেঞ্জ ক্যাপ উঠে তাঁরই মাথায়,জেতন সেরা উঠতি তারকার পুরস্কারও



মুম্বই ইন্ডিয়ান্স ট্রফি জেতেনি তো কী, সূর্যকুমার যাদব কিন্তু নিজের সেরা ফর্মেই ছিলেন



মুম্বইয়ের হয়ে ম্যাচের পর ম্যাচ একাই টেনেছেন, ৭১৭ রান করা সূর্য হলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়