ভারতের জাতীয় দলকে অতীতে নেতৃত্ব দেওয়া অজিঙ্ক রাহানে আইপিএল ২০২৩-এ প্রত্যাবর্তন ঘটান। রাহানে ২০২৩-এ সিএসকে জার্সিতে দুরন্ত পারফর্ম করলেও, গত মরশুমে সম্পূর্ণ ব্যর্থ। আরেক মুম্বই ব্যাটার সরফরাজ খানকে গত মরশুমে কোনও দল কিনতে আগ্রহী দেখায়নি। আইপিএল নিলামের আগেই সরফরাজের জাতীয় দলের হয়ে খারাপ ফর্ম তাঁর জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। এক দশক আগে আইপিএলে পার্পল ক্যাপ জেতার নয় বছর পর সকলকে চমকে দিয়ে মেগা টুর্নামেন্টে ২৭টি উইকেট নেন মোহিত শর্মা। গত মরশুমে অবশ্য মাত্র ১৩টি উইকেট নিয়েছিলেন মোহিত। তাঁর ফর্ম অনেকটাই পড়েছে। ভারতীয় দলের অভিজ্ঞ ফাস্ট বোলার কেকেআরের হয়ে কয়েক মরশুম আগে অনবদ্য পারফর্ম করেছিলেন। তবে গত মরশুমে আট উইকেট নেওয়া উমেশের পরিবর্তে ফ্র্যাঞ্চাইজিগুলি তারুণ্যে নিবেশ করলে অবাক হওয়ার কিছুই থাকবে না। শতাধিক টেস্ট খেলা ইশান্ত শর্মা গত মরশুমে ১০টি উইকেট নিয়েছিলেন। খুব খারাপ পারফর্ম না করলেও, বয়স তাঁর ক্ষেত্রেও বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।