নিলামের দ্বিতীয় দিনে কোন ফ্র্যাঞ্চাইজির কাছে রয়েছে সর্বোচ্চ অর্থ?
Published by: ABP Ananda
গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ২৩.৭৫ কোটি টাকার বিরাট মূল্যে বেঙ্কটেশ আইয়ারকে দলে নেয়। মোট সাত ক্রিকেটারকে কেনার পর নাইটদের আর ১০.০৫ কোটি টাকা রয়েছে।
সর্বাধিক পার্স নিয়ে নিলামে নামা পাঞ্জাবের কাছে খরচ করার জন্য রয়েছে আরও ২২.৫০ কোটি।
রেকর্ড চ্যাম্পিয়ন সিএসকের চার বিদেশিসহ এখনও ১৩জন ক্রিকেটার নেওয়ার জায়গা রয়েছে। অবশিষ্ট রয়েছে ১৫.৬০ কোটি।
পাঁচবারের খেতাবজয়ী আরেক ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স কিন্তু ২৬.১ কোটি টাকার বেশ বড় পুঁজি নিয়ে দ্বিতীয় দিনের নিলামে নামবে।
আরসিবির কাছে লিভিংস্টোন, সল্টদের নেওয়ার পরেও এখনও ৩০.৬৫ কোটি টাকা রয়েছে। তবে এখনও ১৬জন ক্রিকেটারের জায়গাও রয়েছে।
ঋষভ পন্থকে সর্বকালের সর্বাধিক, ২৭ কোটিতে কেনার পরেও, লখনউয়ে কাছে খরচের জন্য আরও ১৪.৮৫ কোটি টাকা রয়েছে।
রাজধানীর ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের কাছে ১২জন খেলোয়াড় নেওয়ার জন্য পড়ে রয়েছে ১৩.৮০ কোটি।
গুজরাত টাইটান্সের কাছে এখনও ১৭.৫ কোটি ব্যয় করার জন্য রয়েছে। তাঁরা সর্বোচ্চ আর ১৪ জনকে দলে নিতে পারবে। তবে সবথেকে কম ১১ জন খেলোয়াড় নেওয়া বাকি রয়েছে তাঁদের।
রাজস্থান রয়্যালসে ফিরেছেন জোফ্রা আর্চার। তাঁরা দুই লঙ্কান স্পিনারকেও দলে নিয়েছেন। তবে এখনও ১৭.৩৫ কোটি টাকা রয়েছে তাঁদের পার্সে।
গতবারের ফাইনালিস্ট সানরাইজার্সের কাছে সবথেকে কম ৫.১৫ কোটি টাকা অবশেষ রয়েছে। এখনও কিন্তু তাদের ১২ জন খেলোয়াড়ের জায়গা বাকি রয়েছে।