কেকেআরের হয়ে আইপিএল মাতানো তারকা ক্রিকেটারের বলিউড যোগ
abp live

কেকেআরের হয়ে আইপিএল মাতানো তারকা ক্রিকেটারের বলিউড যোগ

Published by: ABP Ananda
আইপিএলে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের অংশ ছিলেন নীতীশ রানা।
abp live

আইপিএলে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের অংশ ছিলেন নীতীশ রানা।

শাহরুখের দল কেকেআরের হয়ে দীর্ঘদিন আইপিএলে খেলেছেন নীতীশ, দিয়েছেন নেতৃত্বও।
abp live

শাহরুখের দল কেকেআরের হয়ে দীর্ঘদিন আইপিএলে খেলেছেন নীতীশ, দিয়েছেন নেতৃত্বও।

সম্পর্কে নীতীশ কিন্তু বলিউড তারকা গোবিন্দর জামাই হন।
abp live

সম্পর্কে নীতীশ কিন্তু বলিউড তারকা গোবিন্দর জামাই হন।

abp live

গোবিন্দর ভাইপো কৃষ্ণা অভিষেক একদা জানিয়েছিলেন সাঁচি মারওয়া তাঁর বোন হন।

abp live

সাঁচি হলেন নীতীশ রানার স্ত্রী। তাই সেই অর্থে সাঁচি তারকা অভিনেতার ভাইঝি এবং নীতীশ তাঁর জামাই হন।

abp live

সাত বছর ধরে নীতীশ কেকেআরের হয়েই আইপিএলের মঞ্চ মাতিয়েছেন।

abp live

বিগত কয়েক মরশুমে নীতীশকে কেকেআর রিটেন করলেও, এবারে তাঁকে রিটেন কর হয়নি।

abp live

তাই এবারের নিলামে উঠতে চলেছেন দিল্লির ক্রিকেটার।

abp live

আইপিএলে শতাধিক ম্য়াচ খেলা নীতীশকে কোন দল নেয় এখন সেটাই দেখার।