সম্ভাব্য আইপিএল চুক্তি নিয়ে মঞ্জরেকরকে শামির আক্রমণ সদ্যই দীর্ঘ চোট সারিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন মহম্মদ শামি। তবে এখনও আন্তর্জাতিক প্রত্যাবর্তন ঘটাতে পারেননি তিনি। এরই মাঝে আবার সামনেই আইপিএল নিলাম আয়োজিত হতে চলেছে। সেই নিলামে শামির বেতন নিয়ে মন্তব্য করেন সঞ্জয় মঞ্জরেকর। ভারতীয় প্রাক্তনীর মতে শামির চোট আঘাতের সমস্যার জেরেই আইপিএল নিলামে অনেকে দর হাঁকালেও, তাঁকে বেশি দামে কিনবে না। তাঁর মতে শামি সদ্যই চোট থেকে ফেরায় মাঝমরশুমে আবারও চোটের কবলে পড়তে পারেন তিনি। এই মন্তব্যেই চটেছেন শামি। মঞ্জরেকরে 'বাবাজি' বলে তীব্র আক্রমণ করেছেন তারকা ফাস্ট বোলার। শামি বলেন, 'বাবাজির জয়। কিছু জ্ঞান ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখুন, কাজে আসবে। কারুর ভবিষ্যত জানতে হলে স্যরের সঙ্গে দেখা করুন।' শামি অতীতে কেকেআরের অংশ ছিলেন, খেলেছেন পাঞ্জাবের হয়ে। গুজরাত টাইটান্সের হয়ে জিতেছেন আইপিএল খেতাবও। ২০২৩ সালে আইপিএলের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হিসাবেও পার্পল ক্যাপ জিতেছেন তিনি। ২ কোটি টাকার বেস প্রাইসে এবারের নিলামে নাম দেওয়া শামিকে কোন দল কত টাকায় কেনে, এবার সেটাই দেখার বিষয়।