সম্ভাব্য আইপিএল চুক্তি নিয়ে মঞ্জরেকরকে শামির আক্রমণ
abp live

সম্ভাব্য আইপিএল চুক্তি নিয়ে মঞ্জরেকরকে শামির আক্রমণ

Published by: ABP Ananda
সদ্যই দীর্ঘ চোট সারিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন মহম্মদ শামি।
abp live

সদ্যই দীর্ঘ চোট সারিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন মহম্মদ শামি।

তবে এখনও আন্তর্জাতিক প্রত্যাবর্তন ঘটাতে পারেননি তিনি।
abp live

তবে এখনও আন্তর্জাতিক প্রত্যাবর্তন ঘটাতে পারেননি তিনি।

এরই মাঝে আবার সামনেই আইপিএল নিলাম আয়োজিত হতে চলেছে। সেই নিলামে শামির বেতন নিয়ে মন্তব্য করেন সঞ্জয় মঞ্জরেকর।
abp live

এরই মাঝে আবার সামনেই আইপিএল নিলাম আয়োজিত হতে চলেছে। সেই নিলামে শামির বেতন নিয়ে মন্তব্য করেন সঞ্জয় মঞ্জরেকর।

abp live

ভারতীয় প্রাক্তনীর মতে শামির চোট আঘাতের সমস্যার জেরেই আইপিএল নিলামে অনেকে দর হাঁকালেও, তাঁকে বেশি দামে কিনবে না।

abp live

তাঁর মতে শামি সদ্যই চোট থেকে ফেরায় মাঝমরশুমে আবারও চোটের কবলে পড়তে পারেন তিনি।

abp live

এই মন্তব্যেই চটেছেন শামি। মঞ্জরেকরে 'বাবাজি' বলে তীব্র আক্রমণ করেছেন তারকা ফাস্ট বোলার।

abp live

শামি বলেন, 'বাবাজির জয়। কিছু জ্ঞান ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখুন, কাজে আসবে। কারুর ভবিষ্যত জানতে হলে স্যরের সঙ্গে দেখা করুন।'

abp live

শামি অতীতে কেকেআরের অংশ ছিলেন, খেলেছেন পাঞ্জাবের হয়ে। গুজরাত টাইটান্সের হয়ে জিতেছেন আইপিএল খেতাবও।

abp live

২০২৩ সালে আইপিএলের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হিসাবেও পার্পল ক্যাপ জিতেছেন তিনি।

abp live

২ কোটি টাকার বেস প্রাইসে এবারের নিলামে নাম দেওয়া শামিকে কোন দল কত টাকায় কেনে, এবার সেটাই দেখার বিষয়।