কারুর বেড়েছে ২০ গুণ, কারুর ১৪ গুণ, বেস প্রাইসের তুলনায় IPL নিলামে সবচেয়ে বেশি দর উঠেছে এঁদের

Published by: ABP Ananda

সদ্যই কেরলের বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে তৃতীয় বোলার হিসাবে এক ইনিংসে ১০ উইকেট নিয়েছিলেন অংশুল কম্বোজ। ৩০ লক্ষ্যের বেস প্রাইসের হরিয়ানা অলরাউন্ডার ১১.৩৩ গুণ বেশি, ৩.৪ কোটিতে সিএসকেতে যোগ দিয়েছেন।

কেকেআরের এ বারের নিলামে সবথেকে বেশি দামে কিনেছেন বেঙ্কটেশ আইয়ারকে। বেস প্রাইস দুই কোটির ১১.৮৭ গুণ বেশি, ২৩.৭৫ কোটিতে দলে ফিরিয়েছে নাইট শিবির।

দিল্লি প্রিমিয়ার লিগে সর্বোচ্চ রানসংগ্রাহক, হাঁকিয়েছিলেন ছয় ছক্কাও। ৩০ লক্ষ্য়ের বেস প্রাইসের প্রিয়াংশ আর্যকে ৩.৮ কোটিতে কিনেছে পাঞ্জাব কিংস।

৩০ লক্ষ্য বেস প্রাইসের আশুতোষ শর্মাও ৩.৮ কোটিতে বিক্রি হয়েছেন। তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে আগামী মরশুমে খেলবেন।

আইপিএল খেতাবজয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ার অল্প সময়ের জন্য টুর্নামেন্টের সবচেয়ে দামি ক্রকেটার হয়েছিলেন। তাঁর ২৬.৭৫ কোটি বেতন, বেস প্রাইসের ১৩.৩৭ গুণ।

আইয়ারের প্রাক্তন দিল্লি ক্যাপিটালস সতীর্থ তথা টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার ঋষভ পন্থই আইয়ারের দামের রেকর্ড ভাঙেন। ২৭ কোটির পন্থের দাম তাঁর বেস প্রাইসের ১৩.৫ গুণ।

কাশ্মীরের বিগ হিটার আব্দুল সামাদ বেস প্রাইসের ১৪ গুণ বেশি ৪.২ কোটিতে লখনউ সুপার জায়ান্টসে যোগ দিয়েছেন।

৩০ লক্ষ্যের নেহাল ওয়াধেরাকে একই দামে অর্থাৎ ১৪ গুণ বেশি ৪.২ কোটিতে সই করেছে পাঞ্জাবের ফ্র্যাঞ্চাইজি।

নমন ধীর গত মরশুমে মুম্বইয়ের হয়ে বেশ নজর কেড়েছিলেন। তিনি আবারও পল্টনদের হয়েই খেলবেন, তবে বেস প্রাইসের ১৭.৫ গুণ বেশি, ৫.২৫ কোটি টাকায়।

আর তরুণ ক্রিকেটারদের মধ্যে বেস প্রাইসের থেকে সবচেয়ে বেশি দামে যিনি বিক্রি হয়েছেন, তিনি রশিক সালাম দার। কেকেআর প্রাক্তনীকে ২০ গুণ বেশি, ছয় কোটিতে কিনেছে আরসিবি।