কেকেআর নিলাম থেকে দলে নিয়েছে বেঙ্কটেশ আইয়ারকে
২৩ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে কেকেআর নিয়েছে বেঙ্কটেশকে
আইপিএলের নিলামের ইতিহাসে তৃতীয় সর্বাধিক দাম পেয়েছেন এই তারকা অলরাউন্ডার
গত কয়েক বছর ধরে কেকেআর দলেরই সদস্য বেঙ্কটেশ
কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর জানিয়েছেন, আইয়ার নাকি মেসেজ করেছিলেন
নাইট রাইডার্স যেন তাঁকে দলে নেয়, সেই অনুরোধ করেছিলেন আইয়ার
ভেঙ্কি বলেন, ''আমাকে আইয়ার বলেছিল, ওকে না নিলে ভীষণ কষ্ট পাবে ও''
'বেঙ্কটেশকে আমরা দুঃখ দিতে চাইনি,' বলছিলেন ভেঙ্কি মাইসোর
কেকেআরের জার্সিতে একটি সেঞ্চুরিও রয়েছে আইয়ারের ব্যাটে
আগামী আইপিএলে কেকেআরের অধিনায়ক হিসেবেও দেখা যেতে পারে ভেঙ্কটেশ আইয়ারকে