আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর ২০ কোটি টাকা আর্থিক পুরস্কার পেল রানার্স আপ ও ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতল সানরাইজার্স হায়দরাবাদ ফাইনালে ম্য়াচের সেরা হয়েছেন মিচেল স্টার্ক গেম চেঞ্জার অফ দ্য সেশন হয়েছেন সুনী নারাইন ইমার্জিং প্লেয়ার অফ দ্য সেশন হায়দরাবাদের নীতিশ রেড্ডি ক্যাচ অফ দ্য সেশনের পুরস্কার পেয়েছেন রমনদীপ সিংহ ২৪ উইকেট নিয়ে পার্পল ক্যাপ জিতেছেন পাঞ্জাবের হর্ষল পটেল ৭৪১ রান করে অরেঞ্জ ক্যাপ জিতেছেন বিরাট কোহলি টুর্নামেন্টের সেরা প্লেয়ার নারাইন, ঝুলিতে ৪৮৮ রান ও ১৫ উইকেট