বয়স নয়, কথা বলে প্রতিভা, প্রমাণ করছে বৈভব

Published by: ABP Ananda

বয়স কেবল একটি সংখ্যা মাত্র, তা আরও একবার প্রমাণ করে দিল বৈভব সূর্যবংশী।

মাত্র ১৩ বছর বয়স তার। তবে আসন্ন আইপিএল মেগা নিলামে ঋষভ পন্থদের সঙ্গে তার নামও ডাকা হবে।

বিহারের এই বাঁ-হাতি ক্রিকেটারের নাম আইপিএল নিলামের জন্য চূড়ান্ত হওয়া ৫৭৪ জনের তালিকায় রয়েছে।

এই বছরের শুরুতেই বিহারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটিয়েছে বৈভব।

তার প্রথম শ্রেণির রেকর্ড সত্যি বলতে খুব একটা আহামরি নয়।

পাঁচটি প্রথম শ্রেণির ম্যাচে ১০ ইনিংসে মাত্র ১০০ রান করেছে সে। সর্বোচ্চ ৪১।

ভারত বনাম অস্ট্রেলিয়ার অনূ্র্ধ্ব ১৯ ইয়ুথ টেস্ট সিরিজ়ে ৫৮ বলে অনবদ্য সেঞ্চুরি এসেছিল তার ব্যাট থেকে।

মাত্র ১২ বছর ১৮৮ দিনে সেঞ্চুরি করা বৈভবের থেকে অল্প বয়সে পেশাদার ক্রিকেটে শতরানের রেকর্ড আর কারুর নেই।

আইপিএল ইতিহাসে সর্বকালের কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে নিলামে উঠতে চলেছেন তিনি।

কোনও ফ্র্যাঞ্চাইজি এই তরুণ তুর্কিকে দলে নেয়, সেটাই দেখা্র। নিলামের তালিকায় ৪৯১ নম্বর স্থানে রয়েছে বৈভব।