কোহলি থেকে ধোনি, আইপিএলে এঁদের এই রেকর্ডগুলি ভাঙা অত্যন্ত কঠিন

Published by: ABP Ananda

ক্রিস গেইল ও রবীন্দ্র জাডেজা যথাক্রমে ২০১১ ও ২০২১ সালে এক ওভারে ৩৭ রান তোলেন।

আইপিএল ইতিহাসে ম্যাকালামের রেকর্ড ভেঙে এক ইনিংসে সর্বাধিক ১৭৫ রান করেছিলেন গেল। এই রেকর্ড ভাঙা কার্যত অসম্ভবই।

২০১৩ সালের সেই ম্যাচেই গেল ৩০ বলে পুণে ওয়ারিয়ার্সের বিরুদ্ধে ৩০ বলে সেঞ্চুরি হাঁকান। এটাই আইপিএল ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি।

এক মরশুমে ব্যক্তিগত সর্বোচ্চ রানসংগ্রাহকের নাম বিরাট কোহলি। তিনি ২০১৬ সালে ৯৭৩ রান করেছিলেন।

ওই বছরেই কোহলি ও ডিভিলিয়র্স ২২৯ রানের পার্টনারশিপ গড়েছিলেন, যা সর্বাকালীন রেকর্ড।

২০২০ সালে মহম্মদ সিরাজ এক ম্যাচে দুই মেডেন ওভার করেন, এটাও রেকর্ড।

নাগাড়ে সর্বাধিক আইপিএল ম্যাচ জয়ের কৃতিত্ব কেকেআরের দখলে রয়েছে।

নাইট শিবির ফাইনালসহ ২০১৪ সালে টানা নয় ম্যাচ জেতে এবং ২০১৫ সালেরও প্রথম ম্যাচে জয় পায়।

অধিনায়ক হিসাবে সর্বাধিক ম্যাচ খেলেছেন মহেন্দ্র সিংহ ধোনি। তিনি মোট ২২৬টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।

২০১০ সালে সিএসকে ও রাজস্থান রয়্যালসের ম্যাচে মোট ৪৬৯ রান উঠে যা এক ম্যাচে মোট রানের নিরিখে রেকর্ড।