খবর অনুযায়ী তিন বছর ধরে সম্পর্কে রয়েছেন যশস্বী জয়সওয়াল
abp live

খবর অনুযায়ী তিন বছর ধরে সম্পর্কে রয়েছেন যশস্বী জয়সওয়াল

Published by: ABP Ananda
আইপিএলের মাঝেই ঘরোয়া ক্রিকেটে মুম্বই ছেড়ে গোয়ায় যোগ দেওয়ার কথা জানিয়ে শোরগোল ফেলে দিয়েছেন যশস্বী জয়সওয়াল।
abp live

আইপিএলের মাঝেই ঘরোয়া ক্রিকেটে মুম্বই ছেড়ে গোয়ায় যোগ দেওয়ার কথা জানিয়ে শোরগোল ফেলে দিয়েছেন যশস্বী জয়সওয়াল।

আইপিএলে প্রথম কয়েক ম্যাচে রান না পেলেও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দুরন্ত হাফসেঞ্চুরিতে ফর্মে ফিরেছেন তিনি।
abp live

আইপিএলে প্রথম কয়েক ম্যাচে রান না পেলেও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দুরন্ত হাফসেঞ্চুরিতে ফর্মে ফিরেছেন তিনি।

ক্রিকেটের পাশাপাশি কিন্তু যশস্বী জয়সওয়ালের ব্যক্তিগত জীবনও চর্চার কেন্দ্রে। শোনা যাচ্ছে তিনি ডেট করছেন।
abp live

ক্রিকেটের পাশাপাশি কিন্তু যশস্বী জয়সওয়ালের ব্যক্তিগত জীবনও চর্চার কেন্দ্রে। শোনা যাচ্ছে তিনি ডেট করছেন।

abp live

বিদেশি তরুণী ম্যাডি হ্যামিলটনের সঙ্গে জয়সওয়ালের সম্পর্কের খবর শোনা যাচ্ছে।

abp live

গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট ম্য়াচের সময় ম্যাডি হায়দরাবাদে ভারতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে ছিলেন।

abp live

এরপরেই তাঁর সঙ্গে যশস্বীর সম্পর্কের কানাঘুষো শুরু হয়। গত মরশুমের আইপিএলেও রয়্যালসের জার্সি গায়ে তাঁকে দেখা গিয়েছিল।

abp live

ম্যাডি কিন্তু আদপে ব্রিটেন নিবাসী। তিনি একজন শিক্ষার্থী।

abp live

খবর অনুযায়ী যশস্বী ও ম্যাডি বহু বছর ধরে একে অপরকে চেনেন এবং তাঁরা প্রায় তিন বছর সম্পর্কে রয়েছেন।

abp live

যদিও ব্যক্তিগত জীবন নিয়ে দুইজনের কেউই মুখ খোলেননি।

abp live

তবে সম্প্রতি যশস্বী নিজের সোশ্যাল মিডিয়ায় ম্যাডির সঙ্গে একটি ছবি পোস্ট করায় জল্পনা কিন্তু আরও বাড়ে।