ওপেনিংয়ে যশস্বী জয়সওয়াল গতকাল সেঞ্চুরি হাঁকালেও, বাকি ম্য়াচগুলোতে ফ্লপ করেছেন

৬ ইনিংসে মাত্র ৯৬ রান করেছেন জনি বেয়ারস্টো

পাঁচ ইনিংসে ২৫ রান করেছেন দেবদত্ত পড়িক্কল

লিভিং লিভিংস্টোন ৬ ইনিংসে ১১১ রান ও ৩ উইকেট নিয়েছেন

৮ ইনিংসে ১২৮ রান ঝুলিতে পুরেছেন জিতেশ শর্মা

৭ ইনিংসে ১৪১ রান ও ৪ উইকেট ঝুলিতে পুরেছেন হার্দিক

এখনও পর্যন্ত বল হাতে সেভাবে ছন্দে দেখা যায়নি রবিচন্দ্রন অশ্বিনকে

মহম্মদ সিরাজও আরসিবির জার্সিতে বল হাতে নজর কাড়তে পারছেন না

সিএসকে দলে নিয়েছিল ড্যারিল মিচেলকে, তিনিও ফ্লপ এই মরশুমে

দিল্লি ক্যাপিটালসের বোলিং লাইন আপের চূড়ান্ত ব্যর্থ বোলার এনরিচ নোখিয়া

আইপিএলের সবচেয়ে দাবি ক্রিকেটার, কিন্তু চূড়ান্ত ফ্লপ স্টার্ক, আঠারোর বেশি ইকনমিতে বল করেছেন